প্রচ্ছদ > বিনোদন >

পশ্চিমবঙ্গের মুসলমানদের যে বার্তা দিলেন রুদ্রনীল

article-img

সংশোধিত ওয়াকফ বিল পাস নিয়ে উত্তপ্ত এখন গোটা ভারত। মুসলমানদের বিরুদ্ধে মোদি সরকারের অধীনে পাস হওয়া এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ চলাকালে মুসলিম-অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় আগুন লাগানো, ইটপাটকেল নিক্ষেপ এবং সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। মুর্শিদাবাদ কাণ্ডের পর রাজ্য জুড়ে আন্দোলন শুরু করেছে বিজেপি। পৈলানে সজল ঘোষ নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয় সম্প্রতি।

 

সেই আন্দোলনে পথে নামছেন শুভেন্দু অধিকারীও। কলকাতার সেই মিছিলে যোগ দিয়েছেন অভিনেতা ও রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষও।

 

এই বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দকে রুদ্রনীল ঘোষ বলেন, ‘সংখ্যাগুরু হিন্দুদের ইমোশন বুঝতে হবে। না বুঝলে দেশের সর্বনাশ হয়ে যাবে।’

 

ওই মিছিল থেকে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রুদ্রনীল বলেন, ‘মমতা বন্দোপাধ্যায় উগ্রবাদে প্রশ্রয় দিয়েছেন। কোনও শিল্পী লেখক বুদ্ধিজীবী মমতার ভয়ে বলতে পারছেন না, এ ঘৃণ্য ঘটনা। তার জায়গায় আমরা হিন্দুরা এক হতে চাইছি। আমরা সংখ্যালুঘ তথা মুসলমান মানুষদের বলতে চাইছি আপনারা মমতা বন্দোপাধ্যয়ের দুধেল গাই টাইটেলটা ছেড়ে, তার দুর্নীতি ঢাকতে গিয়ে এই উগ্রবাদে নামবেন না।

 

সংখ্যাগুরু হিন্দুদের ইমোশন বুঝুন। নাহলে সর্বনাশ হয়ে যাবে দেশের।’

 

একসময় তৃনমুলের রাজনীতি করলেও পরে বিজেপিতে যোগ দেন রুদ্রনীল ঘোষ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করেন তিনি। বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনে বিজেপির প্রার্থী করা হলেও তিনি ২৯ হাজার ভোটের ব্যবধানে তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়ের নিকট ভবানীপুর আসনে হেরেছেন।

 

এদিকে, ভারতজুড়ে চলছে ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ-আন্দোলন। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে মুসলিম-অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় নতুন ওয়াক্ফ আইন নিয়ে প্রতিবাদ বিক্ষোভ চলাকালে সহিংসতা ছড়িয়ে পড়ে। মালদহ, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা ও হুগলি জেলায় এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এসব এলাকায় আগুন লাগানো, ইটপাটকেল নিক্ষেপ এবং রাস্তা অবরোধের ঘটনা ঘটে। এ ঘটনায় ভারতজুড়ে উত্তেজনা বিরাজ করছে। ন্যায় অন্যায়ের দ্বিধাবিভক্তিতে গোটা ভারত। ওয়াকফ বিল পাসে তীব্র প্রতিবাদ জানাচ্ছেন সব শ্রেনিপ্রেশার মানুষ। শোবিজ অঙ্গনের তারকাদেরও দেখা গেছে প্রতিবাদ জানাতে।